কলকাতা: গত কয়েকদিন আগে নিম্নচাপের জেরে চিন্তায় সাধারণ মানুষ। পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? কতটা বৃষ্টি হতে পারে পুজোয়? সাধারণ মানুষের এই চিন্তার মাঝেই আবহাওয়াবিদরা জানিয়ে দিল সুখবর। পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের আকাশ সাধারণত পরিষ্কার। মাঝে মধ্যে মেঘের দেখা মিললেও রোদ এবং ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তারপর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে। এমনটাই দাবি হাওয়া অফিসের।
আবহাওয়াবিদরা জানিয়েছে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে। তবে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহারে (Cooch Behar)। সোমবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি।