কলকাতা: বাইপাশের সঙ্গে দক্ষিণ কলকাতার যোগাযোগের অন্যতম লাইফ লাইন মা উড়ালপুর৷ বন্ধ থাকবে সেই ব্রিজ৷ সেই সময়ের জন্য সল্টলেক ও পূর্ব কলকাতা থেকে আগত মা ফ্লাইওভারমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে অন্য রুটে৷ কেন বন্ধ থাকবে ব্রিজ? কোন সময় বন্ধ থাকবে মা ফ্লাইওভার? কোন পথে দিয়ে যাবে গাড়িগুলি?
কলকাতা পুলিশ সূত্রে খবর, মা ফ্লাইওভারে রংয়ের কাজ চলবে। যার জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজটি৷ বুধবার রাত থেকেই কার্যকর হবে এই নিয়ম। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাতেই বন্ধ রাখা হবে এই উড়ালপুল। তবে কাজ শেষ হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে এজেসি বোস ফ্লাইওভার খোলা থাকবে৷
পূর্ব কলকাতা ও সল্টলেকের দিক থেকে আসা মা উড়ালপুলগামী গাড়িগুলিকে বাইপাস, পরমা আইল্যান্ড, পি সি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ দিয়ে ঘোরানো হবে। এই রুট দিয়ে এসে তারা এজেসি বোস উড়ালপুর ধরবে। আবার যে সমস্ত পূর্বমুখী গাড়িগুলি এজেসি বোস ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারের দিকে আসবে তাদের সেভেন পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, ৪ নম্বর ব্রিজ, পি সি কানেক্টর হয়ে ইএম বাইপাস ধরবে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, পুজোর আগেই এই কাজ সেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। উড়ালপুলে বৈদ্যুতিক বাতিস্তম্ভ, সিসিটিভি এবং স্পিড মিটার রক্ষণাবেক্ষণের বিষয়টিও খেয়াল রাখা হবে। পুজোর সময় বাড়তি গাড়ির চাপ থাকবে। সেই কথা মাথায় রেখে দ্রুত কাজ সেরে ফেলার চেষ্টা করা হবে।