
কলকাতা: সারা কলকাতা জুড়ে এখন বইমেলা নিয়ে চলছে তোড়জোড়। কলকাতা বইমেলায় ভিড় বাড়ছে পুস্তকপ্রেমীদের। এর মধ্যেই শনিবার সন্ধ্যেবেলা বইমেলায় হাজির হন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। সাংবাদিক হিসেবে জনপ্রিয় কুণালের বই ‘বন্দির ডায়েরি’ তাঁর জেল জীবনের সমস্ত কথার সম্ভার। আর এবার জেল জীবনে থাকাকালীন যিনি জেলের সুপার ছিলেন তাঁর হাতেই নিজের ‘বন্দির ডায়েরি’ তুলে দিলেন কুণাল।
আরও পড়ুন “বাম-বিজেপির গলাগলি”, অভিষেকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা ‘ঘোমটা’ খুললেন মীনাক্ষী
শনিবার কুণাল ঘোষের(Kunal Ghosh) জেল জীবনের সমকালীন জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর হাতে নিজের বই তুলে দিলেন তিনি। দেবাশিস চক্রবর্তীকেই নিয়ে বইমেলায় একটি প্রকাশনার স্টলে হাজির কুণাল। দেবাশিস চক্রবর্তীর হাতে কুণাল তুলে দিলেন তাঁর যন্ত্রণা পর্বের সমস্ত কিছুর সাক্ষী ‘বন্দির ডায়েরি’। নিজের লেখা এই বই দেবাশিস চক্রবর্তীর হাতে দিয়ে কুণাল জানান, ‘‘মজার বিষয় কী জানেন? আমি যখন জেলে বসে বন্দির ডায়েরি লিখেছি, তখন উনি জেলের সুপার।’দেবাশিসবাবুও হাসতে হাসতে বললেন, ‘সেই বন্দিত্ব যে বন্দিত হবে, তা তখন মাথায় আসেনি।’
আরও পড়ুন কেন্দ্রীয়বাহিনীর গাড়ি ঘিরে বিক্ষোভ বাগদায়
কুণাল ঘোষ এদিন বইমেলাতে এসেছিলেন, দেবাশিস চক্রবর্তীও এদিন বইমেলাতে ঘুরতে এসেছিলেন। আচমকাই দেখা হয়ে যায় তাঁদের দুজনের। দেবাশিস চক্রবর্তীকে দেওয়া বইয়ে কুণাল লিখে দেন, ‘দেবাশিস চক্রবর্তী জীবনের অপূর্ব মুহূর্তের সাক্ষী।’ নীচে লিখে দেন, ‘কুণাল ঘোষ, আপনার প্রাক্তন বন্দি।’ কুণাল ঘোষের বন্দিদশায় লেখা বই প্রসঙ্গে দেবাশিস বলেন, কুণাল ঘোষকে তিনি অতীতে বলেছিলেন, কলম হল তাঁর জীবনের সেরা জিনিস।