
কলকাতা: কয়েকমাস আগেই দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এই আন্তর্জাতিক স্বীকৃতীকে সর্বসমক্ষে তুলে ধরতে এবং ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামী ১ সেপ্টেম্বর বিশাল মিছিলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের রাস্তায় হবে পদযাত্রা। ফলে স্বাভাবিকভাবেই যানজটের আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই রাজ্য সরকার কর্তৃক বেশ কিছু রাস্তা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ১ সেপ্টেম্বর জিসি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, এসএন ব্যানার্জি রোড, ভূপেন বোস অ্যাভিনিউ, কেকে টেগোর স্ট্রিট বন্ধ থাকবে।
এছাড়াও সি আর অ্যাভিনিউ, খিদিরপুর রোড, হসপিটাল রোড,আউট্রাম রোড, মেয়ো রোড, এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড-পূর্ব, ডাফরিন রোড, লাভার্স লেন, এমজি রোড, বিবেকানন্দ রোড, নিউ রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লেনিন সরণি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, জেএম অ্যাভিনিউ- রাস্তাগুলিটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। ট্রাম চলাচলও বন্ধ রাখা হবে। এই সব রুট দিয়ে যে বাস চলাচল করে তার বিকল্প রুটও ঠিক করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত বন্ধ থাকবে সি আর অ্যাভিনিউ। সেই রুটের দক্ষিণ প্রান্তের বাস ও মিনিবাস সমস্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে এপিসি রোড় ও এজিসি বোস রোডে আসবে।
আরও পড়ুন: “ঢাক ফেটে গিয়েছে”, সিপিএমের আইন অমান্য আন্দোলনে উপড়ে ফেলা হল বিশ্ব বাংলার লোগো
উত্তর প্রান্তের বাস ও মিনিবাস সমস্ত কলোতলা স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট হয়ে আসবে। এছাড়াও কিছু বাস এসপ্লানেড হয়ে লেনিন সরণী -মৌলালি হয়ে এপিসি রোডে আসবে। কিছু বাস আবার এক্সাইড মোড় থেকে এজিসি বোস রোড হয়ে এপিসি রোডে উঠবে। প্রাইভেট গাড়ি ও ছোট যানবাহনের ক্ষেত্রেও এই রুটগুলি মেনে চলা বাঞ্চনীয়। ১ তারিখ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরে যেকোনও পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জানানো হয়েছে।