কলকাতা: আর মাত্র ৬৯ দিনের অপেক্ষা৷ এরপরই কলকাতা সহ গোটা রাজ্য মাতবে দুর্গাপুজোর আনন্দে৷ তার আগে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্ততি৷ তিলোত্তমার অন্যতম পুজো শ্রীভূমি৷ বিভিন্ন জেলা থেকে এই পুজো দেখতে আসেন৷ ফলে দেখা যায় যানজট৷ এই যানজট এড়াতে এখন থেকেই কলকাতা পুলিশ নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ শুরু করল বিধাননগর কমিশনারেটের সঙ্গে৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের কর্মী ও অফিসারদের একাংশকে পুজোর দিনগুলোয় ভিআইপি রোডের যানজট সামলানোর জন্য মোতায়েন করা হবে৷ ভিআইপি রোডের উপর কোনওভাবেই দর্শকদের দাঁড়াতে দেওয়া হবে না৷
পথচারীদের রাস্তা পারাপার করতে হবে কেবল সাবওয়ে দিয়ে। এবার মণ্ডপের দিকে যাওয়ার রাস্তা ঘিরে ফেলা হবে টিনের ব্যারিকেড দিয়ে। সেই সঙ্গে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে৷ দর্শনার্থীরা যাতে কোনও ভাবেই সার্ভিস রোডের বাইরে না-যেতে পারেন, সেটা নিশ্চিত করবেন ওই পুলিশকর্মী ও অফিসাররা।
অন্যদিকে, উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী গাড়িগুলোকে চিংড়িঘাটা থেকেই নিউটাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার বিমানবন্দর থেকে কলকাতামুখী গাড়িগুলোকে ভিড় এড়াতে নিউটাউন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সন্ধে ৬টার পর থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত উল্টোডাঙা থেকে কেষ্টপুরের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে।