Kolkata Municipality: গঙ্গার পাশে কলকাতা পুরসভা: ববি, দেবাশিসদের আংশিক স্বপ্ন পূরণ

0
35

কলকাতা: অবশেষে বাস্তবের মুখ দেখল পরিকল্পনা৷ গঙ্গাকে দূষণ মুক্ত করার প্রয়াস আংশিক পূরণ করতে সক্ষম হলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা৷ যার নিট ফল, এবারই প্রথম গঙ্গার জলকে দূষিত না করেও কলকাতায় একাধিক প্রতিমার নিরঞ্জন হল৷ আগামী বছর শহর ও শহরতলির গঙ্গা লাগায়ো প্রতিটি বিসর্জনের ঘাটেই এই পরিকল্পনার বাস্তবায়ন করা যায় কি না, ইতিমধ্যে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে আলোচনা৷ উদ্দেশ্য একটাই, আর্বজনার ভারে ভারাক্রান্ত গঙ্গাকে আর দূষিত করা নয়, বরং ধাপে ধাপে দূষণ মুক্ত করে তোলা৷

আরও পড়ুন: Breaking : ফের লকডাউনের আশঙ্কা, ঘরবন্দীর আতঙ্ক ঘন করে দাপট বাডাচ্ছে করোনা

- Advertisement -

কলকাতা পুরসভা সূত্রের খবর: এদিন দই ঘাটে হোস্ট পাইপ দিয়ে ১০ টি প্রতিমার নিরঞ্জন সম্পন্ন করা হয়েছে৷ পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘‘প্রতিমার দেহ থেকে গলে যাওয়া রং ও সিসা মিশে গঙ্গা জল যাতে নতুন করে আর না দূষিত হয়, তাই দইঘাটে এবারে পরীক্ষামূলকভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল৷ প্রাথমিকভাবে আমাদের সেই উদ্যেগ সফল হয়েছে৷ আগামী বছর থেকে সমগ্র কলকাতায় ও শহরতলির সব ঘাটে এই পদক্ষেপ কার্যকর করার বিষয়ে ভাবনা রয়েছে৷’’

গঙ্গাকে দূষণ মুক্ত প্রয়াসেপ শুরুটা অবশ্য গত বছর৷ মনোহর পুকুর রোডে মণ্ডপের অদূরে কৃত্রিম জলাধার তৈরি করে ফায়ার ব্রিগেডের হোস পাইপের জলে প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল। ওই ত্রিধারা সম্মিলনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে দইঘাটে পরীক্ষামূলক ভাবে প্রতিমা নিরঞ্জনের পরিকাঠামো তৈরি করেছিল কলকাতা পুরসভা৷

এজন্য দইঘাটে জেটির উপর লোহা ও ইটের অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। পাম্পের মাধ্যমে গঙ্গা জল এনে হোস পাইপের মাধ্যমে প্রতিমার রং-মাটি ধুয়ে ফেলা হল। পরে সেই দূষিত জলকে শোধন করে আবার ফেলা হবে গঙ্গায়। রং, সীসা ধুয়ে ফেলার পর প্রতিমার কাঠামো নিয়ে যাওয়া হবে ধাপায়৷

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, ‘‘আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে৷ আগামীদিনে এই পদ্ধতিকে আরও বেশি করে কাজে লাগানোর জন্য আমরা শীঘ্রই আলোচনায় বসব৷’’ অন্যদিকে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন বিসর্জনের প্রতিটি ঘাটেই দেখা গিয়েছে কড়া নজরদারি৷