কলকাতা: এবার মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর! বাড়তে চলেছে মেট্রো পরিষেবার সময়সীমা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত বাড়ল মেট্রো চলাচলের সময়সীমা। বাড়তি মেট্রো(Kolkata Metro) রেকও চালানো হবে। পাশাপাশি মেট্রো পরিষেবা দু’দিকের স্টেশন থেকেই সকাল ৮ টা থেকে চালু হবে বলে নতুন বিবৃতিতে জানিয়েছে কলকাতা মেট্রো। এতদিন তা ছিল সকাল ৯ টা থেকে।
মেট্রোর তরফ থেকে নতুন বিবৃতিতে জানানো হয়েছে আগামী পাঁচ অগস্ট থেকে নয়া সময়সীমা চালু হচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। কলকাতা মেট্রো এতদিন আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৪৮টি রেক চলত। এবার তা বেড়ে দাঁড়াল ৭৪। একইসঙ্গে অন্যদিকে বিকাল ৪ টে বেজে ৪০ মিনিটে মিলত শেষ মেট্রো। এই সময়ও বেড়ে যাচ্ছে। এখন থেকে তা বেড়ে দাঁড়াল রাত ৮ টা পর্যন্ত। যাত্রী সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত মেট্রো রেলের।
প্রসঙ্গত, নতুন রুট চালুর পর থেকে ভালই ভিড় হচ্ছে রুবি সহ আশপাশের মেট্রো স্টেশনে। বিশেষত বেশি ভিড় হচ্ছে সকালে অফিসের সময়ে এবং বিকালে অফিস ফিরতি টাইমে। এখন মেট্রোর নয়া সিদ্ধান্তের ফলে রুবি মোড় থেকে গড়িয়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে বহু মানুষের সুবিধা হবে। অন্যদিকে, এরই মধ্যে আবার কলকাতার তিন মেট্রো স্টেশনে ভিড় কম হওয়ায় চিরতরে টিকিট কাউন্টার তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। করে দেওয়া হচ্ছে ডিজিট্যাল। যাত্রীরা নিজেরাই ASCRM মেশিন থেকে কাটতে পারবেন টিকিট। তালিকায় রয়েছে পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন।