কলকাতা: বিদেশের মতো এবার রাজ্যে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল (International Shopping Festival)। এতে অংশ নেবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্টার্টআপ সংস্থা। বিশ্বের বিভিন্ন জায়গায় এই ফেস্টিভ্যাল হলেও এবার সেই তালিকায় জুড়তে চলেছে তিলোত্তমার নাম। তবে চলতি বছরে কলকাতার শপিং ফেস্টিভ্যালের মূল আকর্ষণ গ্রামবাংলার শিল্প।
নবান্ন সূত্রে খবর, আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার বিশ্ববাংলার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল (International Shopping Festival)। যা চলব আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এই ফেস্টিভ্যালের উদ্বোধন করতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির থাকবে দেশ বিদেশের নামকরা শিল্প সংস্থার স্টল। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ গ্রামবাংলার শিল্পীদের তৈরী বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী। পাট, খাদি, মাটি দিয়ে তৈরী বিভিন্ন জিনিসই দর্শকদের মূল আকর্ষণ।
বিশ্ববাংলার বানিজ্য সম্মেলনের পর এই আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যালই (International Shopping Festival) হতে চলেছে রাজ্যের সবচেয়ে বড়ো ইভেন্ট। ১৬ দিনের এই ইভেন্টের মূল আকর্ষণ বাংলার হস্তশিল্প। এমনটাই দাবি নবান্নের কর্তাদের। এই বিষয়ে শিল্প দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, অনেক দেশেই এই রকম শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়ে থাকে। ইউএসএ-র পেনসিলভেনিয়া, ফ্লোরিডা (Florida), তুরস্কের ইস্তানবুল, দুবাই, সিঙ্গাপুরে (Singapore)-ও আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল হয় প্রতি বছর। তবে সেগুলির মধ্যে অন্যতম দুবাই (Dubai) শপিং ফেস্টিভ্যাল।
দুবাই (Dubai) শপিং ফেস্টিভ্যালে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন এই ফেস্টিভ্যাল চলাকালীন সময়ে দুবাইয়ে কেনাকাটা করতে আসেন। ফলে প্রতিবছরই বিপুল অঙ্কের কেনাবেচা হয় এই ফেস্টিভ্যালে। সিঙ্গাপুরে (Singapore)-ও একই ধরনের শপিং ফেস্টিভ্যাল হয়ে থাকে। এর নাম ‘দ্য গ্রেট সিঙ্গাপুর সেল’। এইবার এই তালিকাতে জুড়তে চলেছে কলকাতারও নাম।