Home কলকাতা KMC Election : ক্ষিতি কন্যাকে হারাতে বদ্ধপরিকর সিপিএম প্রার্থী দীপালি গোস্বামী 

KMC Election : ক্ষিতি কন্যাকে হারাতে বদ্ধপরিকর সিপিএম প্রার্থী দীপালি গোস্বামী 

0

কলকাতা : কলকাতা কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের নজরে রয়েছে ৯৬ নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ড থেকেই লড়ছেন বামফ্রন্ট সরকারের একদা মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী। তবে বামেদের প্রার্থী হিসেবে নয় তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ে বসুন্ধরা। 

আরও পড়ুন : Bhupesh Baghel :  “মমতার কোনও বিশ্বাসযোগ্যতা নেই” দাবি বাঘেলের 

সম্প্রতি তৃণমূল মুখপত্রে সিপিএমকে স্তালিনিস্ট বলে আক্রমণ করেছিলেন বসুন্ধরা গোস্বামী। তবে বসুন্ধরাকে হারাতে বদ্ধপরিকর সিপিএম তথা বামফ্রন্ট। ৯৬ নম্বর ওয়ার্ড থেকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে লড়ছেন দীপালি গোস্বামী। ২০১০ সালের পুরভোটেও এই ওয়ার্ড থেকে লড়েছিলেন দীপালি গোস্বামী।

আরও পড়ুন : Bank Privatisation : ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করলেন রাকেশ টিকায়েত

শনিবার সন্ধ্যায় যাদবপুর বাপুজি নগরে কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন দীপালি গোস্বামী। এই ওয়ার্ডেই রয়েছে সিপিএমের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন, ফলে এই ওয়ার্ডের দিকে আলাদা করে নজর রয়েছে রাজ্যের বাম রাজনৈতিক মহলের। সিপিএম প্রার্থী দীপালি গোস্বামীর মতে, “কেউ তৃণমূল প্রার্থী হিসেবে অবশ্যই লড়তে পারেন, কিন্তু যিনি লড়ছেন তাকে তো কখনও রাজনৈতিক কর্মকাণ্ড বা রাস্তায় মানুষের হয়ে কাজ করতে দেখা যায়নি”। তবে শেষ পর্যন্ত কোন গোস্বামী শেষ হাসি হাসবে, তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

Exit mobile version