‘ঢাকি সমেত বিসর্জন’, প্রাথমিক নিয়োগের পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

0
56
justice ganguly

কলকাতা: ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার এই মামলারই শুনানি ছিল। ২০১৬ সালের প্যানেল অনুসারে, ৪২ হাজার ৫০০ শিক্ষকের নিয়োগ হয়েছিল প্রাথমিকে। এবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় ২০১৬ সালের এই পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhyay)।

আরও পড়ুন আমায় সব সময় মার্ক করে রাখে প্রতিপক্ষ, জামসেদপুর ম্যাচ জিততে আশাবাদী হুগো

- Advertisement -

এদিন পর্ষদের উপরে ক্ষোভ উগরে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhyay) বলেন, ‘ঢাকি সমেত বিসর্জন কীভাবে দিতে হয়, আমিও জানি।’ মঙ্গলবার এই মামলার শুনানিতে এরকমই মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মামলাকারীদের আরও বেশ কিছু নথি নিয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি এদিজন আরও বলেন, ‘যে দিন ২০১৪-র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব সেদিন বলব ঢাকি সমেত বিসর্জনের অর্থ কি!’ তিনি আরও দাবি করেন, মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা নেই বলে চাকরি পাননি মামলাকারীরা।

আরও পড়ুন গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত

উল্লেখ্য, মামলাকারীদের দাবি, সেই বছরের নিয়ম অনুসারে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হত। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন বলে উল্লেখ করেছেন মামলাকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রার্থীদের নম্বর বিভাজন করে তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীদের দাবি, সেই তালিকায় দেখা গিয়েছে তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন। সেই তথ্য এদিন আদালতে পেশ করেছেন মামলাকারী চাকরিপ্রার্থীরা। তবে এদিন আদালতে আরও কিছু নথি পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী শুনানি ১৬ ডিসেম্বর বলে জানানো হয়েছে।

আরও পড়ুন ফের ভুয়ো কল সেন্টারের হদিশ নিউটাউনে, পুলিশি হানায় গ্রেফতার বহু