কলকাতা: কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার আরজিকর(R.G Kar Hospital) হাসপাতাল। জানা যাচ্ছে, চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন। এই ঘটনা সামনে আসতেই এবার চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। এহেন পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা এবং নার্সিং(বিএসসি) পড়ুয়ারা আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্দোলনে সামিল হয়েছেন।
শনিবারের এই আন্দোলনে সামিল হয়ে তাঁরা এবার নয়া দাবি তুলেছেন। এই ঘটনা সামনে আসতেই সুরক্ষা নিয়ে এবার চিন্তায় পড়েছেন তাঁরা। আন্দোলনে তাঁরা দাবি তুলেছেন, প্রত্যেককেই রাতে ডিউটি করতে হয় তাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাকাপাকিভাবে। নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই মর্মে তাঁরা আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সামনেই আন্দোলনে পথে নেমেছেন।
উল্লেখ্য, আরজিকরের পাশে দাঁড়িয়ে জরুরি পরিষেবা ব্যতিরেকে কর্মবিরতি সিএনএমসি, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএমও। AIIMS RDAর তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে বিবৃতি দিয়ে। পাশাপাশি শনিবার বিকাল ৪টে নাগাদ আরজিকর কাণ্ডে নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল সব মহিলা চিকিৎসকদের। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে আরজিকর পর্যন্ত এই মিছিল হবে।