কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার সেরকমই এক ঘটনার সাক্ষী হল কলকাতাবাসী। মঙ্গলবার সকালের ব্যস্ত রাস্তায় চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যাত্রীরাই গণধোলাই দেয় অভিযুক্ত যুবকে।
ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) রুবির মোড়ের (Ruby More) কাছে এক চলন্ত বাসে। নির্যাতিতা তরুণীর পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে ওই তরুণী রুবি থেকে বাসে উঠেছিলেন ফুলবাগান যাওয়ার উদ্দেশ্যে। চলন্ত বাসে আচমকাই বুঝতে পারেন এক যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে। শুধু তাই নয় তা পৌঁছেছিল রীতিমতো হেনস্তার পর্যায়ে। এরপরই চিৎকার শুরু করে ওই মহিলা। তিনি চিৎকারে করায় পালিয়ে যাওয়ারও চেষ্টা করে অভিযুক্ত। বাসে থাকা অন্য যাত্রীরা তড়িঘড়ি ধরে ফেলে তাকে। শুরু করে গণধোলাই।
এরপরই ঘটনাস্থলে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশকে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা ওই তরুণী। অভিযুক্ত যুবক এবং মহিলাকে নিয়ে যাওয়া হয় কসবা থানায়। অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে তরুণী এবং তাঁর পরিবার। পুলিশ আপাতত অভিযুক্তকে থানায়ই রেখেছে। এমনটাই জানা গিয়েছে পুলিশ সুত্রে। শহর কলকাতার ব্যস্ত রাস্তায় এই রকম একটি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।