কলকাতা: নজরে দেশের বাজেট৷ আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশ। দু’দফায় এই বাজেট চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত৷ ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্বাভাবিকভাবেই বাজেটে কোন দিকগুলি লক্ষ্য রাখতে হবে, সেবিষয়েই দলীয় সাংসদের গাইড লাইন ঠিক করে দিতে আগামীকাল বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে বাড়ি সংলগ্ন অফিস থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ নেবেন নেত্রী৷ সেখানে রীতিমতো দিদিমণির স্টাইলে তিনি দলের নতুন সাংসদদের বুঝিয়ে দেবেন বাজেটের কোন দিকগুলোই বিশেষ নজর দিতে হবে৷ বাজেট-আলোচনায় অংশ নিয়ে কোন বিষয়গুলিতে সরব হতে হবে তারও রুপরেখা তৈরি হবে ওই বৈঠকে৷
লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতি নিয়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদেরা৷ তাই সরকারের বাজেট নিয়ে দলীয় সাংসদদের নিয়ে আগামীকাল লক্ষ্মীবারে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী৷ তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে বাড়ি সংলগ্ন অফিস থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ নেবেন নেত্রী৷ জানাবেন, দলের গাইড লাইন৷
বস্তুত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হবেন বিরোধীরা৷ কোন বিষয়টির আলোচনায় দলের কে অংশ নেবেন, সেখানে বিশেষ কোন দিকগুলিতে আলোকপাত করতে হবে বৈঠকে সেটাই সবিস্তারে জানাবেন নেত্রী৷
দলের এক বর্ষীয়ান সাংসদের কথায়, ‘‘তারুণ্যে থাকাকালীনই সংসদে প্রবেশ করেছিলেন মমতা৷ ফলে বাজেট অধিবেশন সম্পর্কে নেত্রী ওয়াকিবহাল৷ দলের রূপরেখা রচনা এবং নতুন সাংসদদের প্রাথমিক পাঠ দেওয়ার জন্যই তাঁর এই বৈঠক৷’’
দলের একটি সূত্রের খবর, প্রথমে ঠিক হয়েছিল দিল্লিতে গিয়েই বৈঠক করবেন নেত্রী৷ কিন্তু সংক্রমণের আবহের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নেত্রী ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তে নেন৷
আরও পড়ুন: দর্শনার্থীদের জন্য সুখবর, আগামীকাল থেকে খুলছে কালীঘাটের গর্ভগৃহ