
বিধাননগর: ফের করোনা থাবা বিধাননগর পুরনিগমে। এলাকায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ জন। ইতিমধ্যেই এই রিপোর্ট আসার পর নড়েচড়ে বসল রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট।
করোনার আতঙ্ক কাটতে না কাটতেই আবারো বিধাননগর পুরনিগম এলাকায় গত এক সপ্তাহে ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৮ জন।
আরও পড়ুন- লরি থেকে ব্যাটারি-তেল চুরির ঘটনার গ্রেফতার চার, তদন্তে পুলিশ
আর এই রিপোর্ট পাওয়ার পর নড়েচড়ে বসল রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট। মূলত বিধান নগর এলাকা তিন ভাগে ভাগ করা হল- পিংক, ব্ল্যাক ও গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে। প্রথম ভাগে যে এলাকায় ১০ জনের বেশি আক্রান্ত হবে সেই এলাকা পিঙ্ক জোন, ৫ জন পর্যন্ত আক্রান্ত হলে ব্ল্যাক জোন এবং ২ জন পর্যন্ত গ্রীন জোন এলাকা।
এছাড়াও যে সমস্ত এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকাগুলোতে কোন রকম জামায়াত যাতে না হয় পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হবে ও সচেতন করা হবে। পাশাপাশি বিধাননগরের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত এলাকা গুলি হল- সল্টলেক EE ব্লক, AH-ব্লক ও ভিআইপি রোড সংলগ্ন বাগুইআটি, অর্জুনপুর এবং রাজারহাট ও নারায়ণপুরের বেশ কিছু এলাকা রয়েছে।