
কলকাতা: শীর্ষ আদালতে ধোপে টেকেনি রাজ্যের আর্জি৷ ফের কলকাতা হাই কোর্টেও মুখ পুড়ল রাজ্যের৷ রাজ্যের শিক্ষাঙ্গনে নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে অযোগ্যদের চাকরি যে যাবেই, কোনও সুপারিশই যে কাজে আসবে না- বুধবার ফের তা স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বস্তুত, অতীতে ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তকেই এদিন বহাল রেখেছেন বিচারপতি৷
আদালত সূত্রের খবর, নিয়োগ কেলেঙ্কারি মামলায় আগেই ৫৩ জনের চাকরি বাতিল করেছিল আদালত। বিচারপতির এদিনের নির্দেশের ফলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৯৬ জন। এই ১৪৩ জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্প্রতি শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য৷ সম্প্রতি শীর্ষ আদালত রাজ্যের আর্জি খারিজ করে মামলাটি ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই পাঠায়৷ এদিন ছিল শুনানি৷
আদালত সূত্রের খবর, চাকরি বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকরী করার পাশাপাশি সংশ্লিষ্ট ১৪৩ জন শিক্ষকের বেতনও অবিলম্বে বন্ধের জন্য এদিন ফের নির্দেশ দিয়েছেন বিচারপচি৷ আালত সূত্রের খবর, বাকি ৩ জনের মধ্যে ২ জন প্রশ্ন ভুলের দরুন অতিরিক্ত নম্বর পেয়েছেন। ফলে তাঁদের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত৷ অপর এক জনের ক্ষেত্রে তাঁর নথি আরও এক বার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ যা থেকে একটা বিষয় স্পষ্ট, নিয়োগে দুর্নীতি হয়ে থাকলে অর্থাৎ অযোগ্যরা পিছনের দরজা দিয়ে চাকরি পেয়ে থাকলে কোনও সুপারিশই বাঁচাতে পারবে না তাঁদের চাকরি, এদিন বিচারপতি পরোক্ষে সেটাই স্পষ্ট করেছেন বলে মত ওয়াকিবহাল মহলের৷
আরও পড়ুন: ‘দম থাকলে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে দেখাক কুণাল, জামানত জব্দ করে পাঠাব’