কলকাতা: আর ঘন্টা কয়েক দুয়েকের অপেক্ষা৷ এরপরই শুক্রবার রাজপথে নামবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরজিকরে জুনিয়র চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন তিনি৷ সেই সঙ্গে তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে- ‘উই ওয়ান্ট জাস্টিস’।
ঘটনায় বিরোধীরা চক্রান্ত করছে বলে অভিযোগ তোলে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ অর্থাৎ শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মমতা। তিনি নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল।
১৭ ও ১৮ অগস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে- ‘উই ওয়ান্ট জাস্টিস’। তিনি জানিয়েছেন, বিচারের দাবিতেই পথে নামছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন তিনি। তাঁর দাবি, আগামী রবিবারের মধ্যে সিবিআই-কে ফাঁসির ব্যবস্থা করতে হবে।
আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।