বিচারের দাবিতে আমরণ অনশন, গ্রেফতার ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীর দাদা ও তাঁর বন্ধু

0
63

কলকাতা: একুশের নির্বাচনের পর ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসায় খুন হয়েছিল বেলেঘাটার বিজেপি নেতা অভিজিৎ সরকার। অভিযোগ উঠেছিল তাকে পিটিয়ে খুন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার মূল অভিযুক্ত পরেশ পাল এবং স্বপন সমাদ্দারকে গ্রেফতার করা হয়নি, এমনকি জেরা করার জন্য তাদেরকে ডাকা হয়নি। তার প্রতিবাদেই আজ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ও অভিজিৎ এর এক বন্ধু সিজিও কমপ্লেক্স এর সামনে প্ল্যাকার্ড হাতে আমরণ অনশনে বসলেন। এদিকে, বিনা অনুমতিতে সিজিও কমপ্লেক্সের সামনে রাস্তায় অনশনে বসার কারনে তাঁদের আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

আরও পড়ুনঃ আচমকাই বিকট শব্দ, বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের

- Advertisement -

ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী কাকুরগাছির বাসিন্দা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ও অভিজিৎ এর এক বন্ধু হাতে প্ল্যাকার্ড নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সের গেটের সামনে অনশনে বসে। তাঁদের দাবি, অভিজিৎ সরকার খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং খুনি এমএলএ পরেশ পাল ও কাউন্সিলরদের গ্রেফতার করতে হবে। তাঁদের আরও দাবি, দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং মৃত অভিজিতের দেহের গহনা অবিলম্বে নারকেলডাঙ্গা থানার ওসির কাছ থেকে বাজেয়াপ্ত করতে হবে। তাঁরা জানিয়েছেন, সিবিআই এর প্রতি আস্থা আছে। পরেশ পাল ও স্বপন সমাদ্দার এদের সিবিআই এখনও কেন ডাকলো না। কেন এদের এখনও গ্রেফতার করা হল না তার জবাব চাইতে এসেছি। যতক্ষন না সদুত্তর ও জবাব দেওয়া হবে ততক্ষণ আমরণ অনশন হবে।

এদিকে, বিনা অনুমতিতে সিজিও কমপ্লেক্স এর সামনে রাস্তায় অনশনে বসার কারনে তাঁদের বিধাননগর উত্তর থানার পুলিশ। আটক করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, তাঁদের কাছে অনশনে বসার বৈধ অনুমতি ছিল না, কেন্দ্র সরকারের অধীনস্থ ১৪৪ ধারা জারি করে তাঁদেরকে আটক করা হয়েছে।