Home কলকাতা Weather Update: রাজ্যে অব্যাহত বৃষ্টির দাপট, রবিবারে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রাজ্যে 

Weather Update: রাজ্যে অব্যাহত বৃষ্টির দাপট, রবিবারে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রাজ্যে 

0

খাস ডেস্ক: ফের পশ্চিমী ঝঞ্জার প্রকোপ। আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-Horoscope: রবিতে একাধিক রাশিতে রয়েছে আর্থিক লাভ, দেখে নিন আজকের রাশিফল

প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্জার বাধা কাটিয়ে নতুন করে শীতের আগমন হয়েছে। তবে তা বেশি দিন স্থায়ী হবে না বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বাড়তে চলছে রাতের আপমাত্রা। এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর।

হাওয়া দফতর জানিয়েছে, ২১ তারিখ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি ২২ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলোতে ওই দুইদিন আংশিক মেঘলা আকাশ থাকবে।

আরও পড়ুন-গোপনে বিয়ে করলেন অর্নব ঈপ্সিতা

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও ২৩ এবং ২৪ জানুয়ারি প্রভাব বেশি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতেই তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

Exit mobile version