
খাসখবর ডেস্ক: বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কিছুটা কমলেও এখনই রেহাই মিলবে না বলে জানা যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। এ প্রসঙ্গে আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে মধ্য ভারত ও উত্তর-পশ্চিম ভারতে।
সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া অফিস জানিয়েছে, এদিনের পাশাপাশি সোমবারও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। তবে সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বর্ধমানে আজ থেকেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।