কলকাতা: গত কয়েকদিন আগে নিম্নচাপ কেটে যাওয়ার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই আকাশ ছিল মেঘমুক্ত। ঝলমলে শরতের রোদের মাঝে কখনও কখনও দেখা মিলেছে মেঘের। তবে আগামী বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে নিম্নচাপ। তাই এর জেরে বাড়বে বৃষ্টির পরিমাণও। উত্তরবঙ্গেও বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। কলকাতার বেশ কিছু এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে এইদিন কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এই পাঁচ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের চারটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবার থেকে সোমবার উত্তরের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সূত্রের খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি।