সৌমেন শীল, কলকাতা: অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। রাজ্যের শাসকদল তৃণমূলের সমর্থক ছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে নানাবিধ মঞ্চে। গত আগে আনুষ্ঠানিকভানে হাতে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা। দলের সদস্যপদ পাওয়ার এক মাসের মাথায় কাঁধে এল গুরুদায়িত্ব। বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করল দল।
আলোচিত ব্যক্তি হলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ লাভলি ওরফে অরুন্ধুতি মৈত্র (Lovely Moitra)। গত ১০ বছর ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। জল নূপুর ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও মোহর নামক একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে প্রার্থীপদের বিষয়ে এই প্রতিবেদককে তিনি জানিয়েছিলেন যে দল যা দায়িত্ব দেবে তা পালন করবেন।
বাংলা চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক রাখেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তি বিধায়ক বা সাংসদ হয়েছেন তৃণমূলের টিকিটে। সেই তালিকায় পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকা, সায়নী ঘোষের সঙ্গে একযোগে ঠাঁই পেয়েছেন লাভলি মৈত্র। শুক্রবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে আলাদা করে লাভলি মৈত্রের নাম উল্লেখ করেছেন দলনেত্রী মমতা।
গত মাসের প্রথম শুক্রবারে তৃণমূলে যোগ দিয়েছিলেন লাভলি। একমাস পড়ে সেই প্রথম শুক্রবারেই বড় চমক। দলের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় রয়েছে তাঁর নাম। রাজ্যের ৫০টি আসনে লড়াই করবেন তৃণমূলের মহিলা প্রার্থীরা। সেই সঙ্গে প্রার্থী তালিকাওয় গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যকে। এই তারুণ্য এবং চলচ্চিত্র জগতের উদাহরণ দিতে গিয়েই এদিন লাভলি মৈত্রের নাম উল্লেখ করেন মমতা। সাংবাদিক সম্মলনেই তিনি জানিয়ে দেন যে দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর দক্ষিণ কেন্দ্রের প্রার্থী লাভলির নাম।
দলনেত্রী যখন প্রার্থী তালিকা ঘোষণার জন্য সাংবাদিক বৈঠকে তাঁর নাম করছেন সেই সময়ে শুটিং ফ্লোরে ব্যস্ত ছিলেন অভিনেত্রী লাভলি মৈত্র। সাংবাদিক বৈঠকে নাম ঘোষণা হতেই বাজতে শুরু করে দেয় মোবাইল। ঘন ঘন আসতে থাকে শুভেচ্ছা বার্তা। সেই সময়ে এই প্রতিবেদককে তৃণমূলের অভিনেত্রী প্রার্থী বললেন, “নাম ঘোষণার পর থেকে এত ফোন আসছে যে ডায়লগ মনে রাখতে পারছি না।”
অভিনয়ের পাশাপাশি সংসার সামাল দিতে হয় লাভলি মৈত্রকে। স্বামী সৌম্য রায় পেশায় আইপিএস। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। সেই সবকিছু সামাল দিয়ে রাজনীতি করা কঠিন হয়ে যাবে না? এই প্রশ্নের জবাবে লাভলি বলেছেন, “মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে। সবকিছুই সামাল দিতে হবে। অভিনয় করছি ১০ বছর ধরে, সংসার করছি পাঁচ বছর, এবার রাজনীতিতে যুক্ত হলাম। এটাও সামলে নেব।”