কলকাতা: রাজ্য ও রাজ্যপালের যুদ্ধ এখন শিরোনামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে করা রাজ্যপালের মানহানি মামলা গড়িয়েছে ডিভিশন বেঞ্চ পর্যন্ত। এবার ডিভিশন বেঞ্চেই নয়া আর্জি মমতার। বুধবার রাজ্যপালের করা মানহানি মামলার শুনানিতে বাকস্বাধীনতা খর্ব হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী।
মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, “মূল অভিযোগ ছিল সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে। সুপ্রিম কোর্টে আদৌ কোনও রক্ষাকবচ আছে কি না, তা নিয়ে মামলা বিচারাধীন।” তিনি আরও বলেন, রাজ্যপালের বিরুদ্ধে পাবলিক ডোমেনেই অভিযোগ উঠেছে। এখানে অসত্য কোথায়? ফেক কমেন্টই বা কেন হবে? সেই প্রশ্ন তুলেছেন আইনজীবী। তিনি বলেন, “জনগণের জানার অধিকার আছে, সাংবিধানিক পদে কী হচ্ছে।” বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কথা এদিন ফের একবার উল্লেখ করে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন বলে জানান। সংবাদমাধ্যমে সেই অভিযোগ করেছিলেন।”
উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল আগামী ১৪ অগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনও মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানিতে বাকস্বাধীনতা খর্ব হওয়ার কথা বলেন মমতার আইনজীবী। রাজ্যপাল সম্পর্কে মন্তব্যের প্রেক্ষিতেই ওই মামলা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।