কলকাতা: রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে। রাজ্যপাল জগদীপ ধনকরের দিকে বারবার সহযোগিতার হাত বাড়িয়েও কোনো লাভ হয়নি। সহযোগিতার বদলে রাজ্যপালের তরফ থেকে এসেছে বিরুদ্ধাচরণ। বারবার নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি। তেমনি ক্যাব পরবর্তী পরিস্থিতিতেও রাজ্যের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন রাজ্যপাল। পাশাপাশি আক্রমণ শানিয়েছে রাজ্য সরকারও। বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ডাকে সাড়া দেয়নি মমতার সরকার। বিভিন্ন পরিস্থিতি নিয়ে রাজভবনে রাজ্যপালের তলব উপেক্ষা করে গেছে সরকার। এবার রাজ্যের বিধানসভার প্রশাসনিক অধিবেশনে রাজ্যকে আহ্বান জানালেন রাজ্যপাল।
এদিন রাজ্যপালের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে পরবর্তী প্রশাসনিক অধিবেশনের তারিখ জানানো হল। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ আইনসভার পরবর্তী অধিবেশনটি চলতি মাসের ৭ তারিখ দুপুর ২ টো থেকে হতে পারে। সংবিধানের ১৭৪ (১) ধারানুযায়ী, রাজ্যপাল এই অধিবেশনের আহ্বান করেছেন।
ভারতীয় সংবিধানের ১৭৪ (২)(ক) ধারা অনুযায়ী গত মাসের ২৮ তারিখ অনিবার্য কারণে আইনসভা মুলতুবি করা হয়। যে ইস্যুর কারণে এই মুলতুবি হয়েছিল সেই নিয়ে রাজভবন থেকে উপযুক্ত নোটিশ জারি করার কথা বলা হয়েছিল। সেখানে বলা হয়, কোনোভাবেই ওই ইস্যু নিয়ে বিবেচনা করা হবে না।
মাননীয় সংসদ বিষয়ক মন্ত্রী আমার সাথে ১ তারিখ দেখা করার আবেদন করেছিলেন। সেইমতো তাঁকে ২ তারিখ বেলা ৩টের সময় দেখা করার সম্মতি দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রীর সাথে অনুষ্ঠিত ২০ মিনিটের বৈঠকে, তাঁকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ৩ তারিখে সর্বোচ্চ অগ্রাধিকার অনুসারে সমস্ত আইনসভা বিষয়ক ক্ষেত্রে যেমনটি হয়েছে তেমন সমস্যাটির সমাধান করা হবে।