কলকাতা: ভক্তদের জন্য সুখবর৷ আগামীকাল থেকে খুলছে কালীঘাট মন্দির৷ ভক্তদের কথা ভেবে এবার থেকে খোলা হচ্ছে গর্ভগৃহও৷ ফলে মন্দিরে গিয়ে অনায়াসে পুজো দেওয়া যাবে৷ বুধবার সন্ধ্যায় মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এই সুখবর৷
জানা গিয়েছে, সংক্রমণে কিছুটা লাগাম পরতেই দর্শনার্থী ও ভক্তদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে সকলকে কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশের পরামর্শ দেওয়া হচ্ছে৷ এজন্য মন্দির চত্বরে পর্যাপ্ত নজরদারিরও ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, বাড়তে থাকা করোনা সংক্রমণের দাপটে নতুন বছরের শুরু থেকেই বন্ধ রাখা হয়েছিল কালীঘাটের গর্ভগৃহ৷ পুজো আরতি চললেও সেই অর্থে মন্দিরে প্রবেশাধিকার ছিল না কারও৷ ফলে ভক্তদের একটা বড় অংশের মধ্যে দুঃখ ছিল৷ তাঁদের মতে, আমরা অনেকেই আছি, যারা কালীঘাটে মাকে পুজো দিয়ে নিজেদের নতুন বছর শুরু করে থাকি৷ কিন্তু সংক্রমণের দাপটে এবারে সেটা সম্ভব হয়নি৷ ফলে মনের মধ্যে কিছুটা দুঃখ ছিলই৷ এবার সেই গর্ভগৃহ খুলে যাওয়ায় খুশী ভক্তকুল৷
তবে ভিড়ের দিকে বাড়তি নজর রাখতে মন্দির কর্তৃপক্ষর তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷ মাস্ক বাধ্যতামূলক৷ এছাড়া মানতে হবে শারীরিক দূরত্ব বিধি৷ মন্দিরে প্রবেশের মুখে দর্শনার্থীদের দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হবে৷ উদ্দেশ্যে একটাই কোনও অবস্থাতেই যেন নতুন করে সংক্রণ ছড়িয়ে না পড়ে৷ বস্তুত, আগেই খুলে গিয়েছে তারাপীঠ৷ এবার কালীঘাটের গর্ভগৃহও ভক্তদের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় খুশী মায়ের ভক্তরা৷
আরও পড়ুন: নজরে বাজেট, লক্ষ্মীবারে সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী