কলকাতা: ফের সোনার দাম নিয়ে মাথায় হাত সাধারণের। বাজেটের পরে কিছুটা কমলেও আবার বাড়ল সোনার দাম। গত কয়েকদিনে বেড়ে গিয়েছে সোনা রুপোর দাম(Gold Silver Price)। জানা যাচ্ছে, আমেরিকার আর্থিক অব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যের অশান্তি। সেই কারণেই এই মূল্যবৃদ্ধি। বৃহস্পতি, শুক্রবারের পড়ে শনিবারেও বাড়ল সোনার দাম। জানুন কত চলছে সোনা রুপোর দাম-
১০ আগস্ট কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৪, ৪৫০, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০, ৩১০। শনিবার মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৪, ৪৫০, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০, ৩১০।দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৪, ৬০০, এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০, ৪৬০।
জয়পুরে শনিবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৪, ৬০০, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০, ৪১০। হায়দরাবাদ এবং ভুবনেশ্বরে শনিবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৪, ৪৫০, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০, ৩১০।
শনিবারও বেড়েছে রুপোর দাম। ৯ অগস্ট রুপোর দাম ছিল ৮২ হাজার প্রতি কিলোগ্রাম। শনিবার, ১০ অগস্ট রুপোর দাম প্রতি কিলোগ্রাম ৮৩ হাজার ১০০টাকা।