কলকাতা: সামনেই দুর্গাপুজো। তবে উৎসবের আমেজ কিন্তু এখন থেকেই শুরু। গণেশ উৎসব নিয়ে মেতে উঠেছে সকলে। এর মধ্যেই উৎসবের দিনে সোনা কেনার যে চল তা কিন্তু এখনও চালু। তাই পুজোর আমেজে সোনা বা রুপো কেনার কথা যারা ভাবছেন তাদের জন্য সুখবর। শনিবার একধাক্কায় প্রায় ৪৫০০ টাকা সস্তা হয়ে গেল সোনা। শুধু সোনা নয়, প্রচুর সস্তা হয়ে গিয়েছে রুপোও। একদিনে ২৫০০ টাকা কমেছে রুপোর দাম। পুজোর আগেই এত সস্তা হয়ে গেল সোনা-রুপো।
১৮ ক্যারেট সোনার দাম
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। একদিনে ৩২০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম
আজ, শনিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৮ হাজার টাকা। একদিনেই ২২ ক্যারেটের সোনার দাম ৪০০০ টাকা কমেছে।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনা কিনতে আজ খরচ পড়বে ৭২৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা। একদিনেই ৪৪০০ টাকা সোনার দাম কমেছে।
রুপোর দাম
সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৪৫০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৫০০ টাকা। একদিনে ২৫০০ টাকা দাম কমেছে।