কলকাতা: আসন্ন দুর্গাপুজো। এর মধ্যেই শপিং সেরে ফালার তাড়া থাকে সকলেরই। পুজোয় সোনা পরার পরিকল্পনাও অনেকেই করেন। ঠাকুরকে গয়না কিনে দেওয়ার চলও রয়েছে বহু জায়গায়। এর মধ্যেই অগস্ট মাস থেকেই অল্প অল্প করে কমছে সোনার দাম(Gold Price)। শুধু সোনাই নয়, পাশাপাশি রুপোরও দাম কমছে। জেনে নিন আজ কত রয়েছে সোনা-রুপোর দাম-
১৮ ক্যারেট সোনার দাম(Gold Price)
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
আজ, বৃহস্পতিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজা ৯০০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা।
রুপোর দাম
সোনার পাশাপাশি রুপোও সস্তা হয়েছে বিগত কয়েকদিনে। আজ ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার টাকা।