কলকাতা: রাখির পরেই কমেছে সোনার দাম(Gold Price today)। প্ল্যাটিনাম এবং রুপোর দামে রয়েছে চমক। শুক্রবারে ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রাম গড়ে প্রায় ৭৩,০০০ টাকার কাছাকাছি রয়েছে। এদিন কত রয়েছে সোনা রুপোর দাম! জেনে নিন আজকের দর-
১৮ ক্যারেট সোনার দাম
কলকাতায় এদিন ১৮ ক্।যারেটের প্রতি ১০ গ্রাম সোনা পাওয়া যাবে ৫৪,৪৯০ টাকায়। গতকালের তুলনায় দাম কমেছে ১৭০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
যারা গয়না কিনবেন বলে ভাবছেন, তারা ২২-ক্যারেটের সোনা কেনার কথা বিবেচনা করতে পারেন। এই সোনা সামান্য মিশ্রণের কারণে স্থায়িত্ব বেশি হয়। এর দাম রয়েছে প্রতি ১০ গ্রাম ৬৬,৮০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
সর্বোচ্চ বিশুদ্ধতার সোনা, অর্থাৎ, ২৪-ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৭২,৬৫০ টাকা। গতকালের তুলনায় এই ক্ষেত্রে দাম কমেছে প্রায় ২২০ টাকা।
রুপোর দাম
সোনার দাম বাড়লে, রুপোর দামও বাড়তে থাকে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে রূপোর দামও বেড়েছে। তবে, রাখির পর গত কয়েকদিনে নেকটাই কমেছে রুপোর দাম। এদিনও, বৃহস্পতিবারের তুলনায় ৩০০ টাকা দাম কমেছে রুপোর। এদিন কলকাতায় প্রতি কেজি রুপো মিলবে ৮৬,৭০০ টাকা দামে।