টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ১৪ জন মহিলা সহ ২৭

0
42

খাস ডেস্ক: ফের সল্টলেকে প্রতারণা চক্রের পর্দা ফাঁস! সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার ঘটনায় ১৪ জন মহিলা সহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

পুলিশ সূত্রের খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এরগো টাওয়ারের ১৮ তলায় কিছুদিন ধরেই একটি ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটারে সুপ্রিমো নামের একটি সফটওয়্যার দিয়ে একসেস নিত এই প্রতারকরা। এরপরই সেই ভুয়ো কল সেন্টার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অভিযুক্তরা ফোন করতো জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের। সেখানে তাদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে টেকনিক্যাল সাপোর্টের জন্যে আবেদন জানতো।

এরপর আবেদনে সাড়া দিলে তাদের জানানো হতো টেকনিক্যাল সাপোর্ট নিতে গেলে তাদের ওয়েস্টার্ন ইউনিয়ন নামের একটি অনলাইন মানি ট্রান্সফার অ্যাপের ওয়ালেটে রিচার্জ করতে হবে। সেই ওয়ালেটে বিদেশি নাগরিকরা নিজেদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে রিচার্জ করলে সেই তথ্য এসে পৌঁছত প্রতারকদের হাতে। এরপরই সেই তথ্য ব্যবহার করে বিদেশি অ্যাপের থেকে বিদেশি নাগরিকদের টাকা ট্রান্সফার করা হত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

আরও পড়ুন-Shraddha Murder Case: পরিচিতি লুকোতে মুখ জ্বালিয়ে দিয়েছিল আফতাব

তারপরেই সেই টাকা অভিযুক্তরা সুইফ্ট ট্রান্সফার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট থেকে নিয়ে আসত ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সল্টলেক সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে ১৪ জন মহিলা সহ মোট ২৭ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

ধৃতদের কাছ থেকে ৫৬টি কম্পিউটার, ১০টি হার্ড ডিস্ক, ১টি ল্যাপটপ, ২৪টি স্মার্ট ফোন, ২টি রাউটার, ২টি ভুয়ো সার্টিফিকেট, ২টি অ্যাটেনডেন্স রেজিষ্টার, ১০ পেজের স্ক্রিপ্ট এবং কাস্টমার ডেটা, ২টি সিল এবং রাবার স্ট্যাম্প, ৭টি ডেবিট কার্ড, ২টি চেক বই এবং ৪৫ পেজের নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এদের মধ্যে থেকে অভিষেক বিশ্বাস, পলাশ সরকার, মহম্মদ আলাফ হুসেন, মহম্মদ আসিফ আখতার এবং টিংকু বাগচিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চক্রের মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।