কলকাতা: সংক্রমণের নিরিখে দেশের শীর্ষ তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু কলকাতা পুর নিগম এলাকায় ঠিক কতজন বাসিন্দা করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত, তার সঠিক তথ্য নেই পুরসভার হাতে৷ তাই বাড়িতে টেস্ট-কিটে করোনা পরীক্ষা না করানোর পরামর্শ পুরসভার৷
পুরসভা সূত্রের খবর, এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে বহুতলগুলিতে৷ বহুতলের অনেকেই বাড়িতেই টেস্ট কিটে করোনার পরীক্ষা করে নিচ্ছেন৷ তাঁরা হাসপাতাল মুখো হচ্ছেন না৷ ফলে মিলছে না সঠিক পরিসংখ্যা৷ন৷ সমস্যা মেটাতে আগামীকাল শুক্রবার বহুতলের সোসাইটির কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কলকাতা পুরনিগম৷ সূত্রের খবর, বহুতলে ঠিক ভাবে করোনা বিধি মানা হচ্ছে কি না, তা এখন থেকে পুরকর্মীদের পাশাপাশি খতিয়ে দেখবে পুলিশও৷
একই সঙ্গে বাড়িতে টেস্ট কিটে করোনা পরীক্ষা করার প্রবণতা বন্ধ করতে নয়া নির্দেশ জারি করেছে পুর নিগম৷ ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘বাড়িতে টেস্ট কিটে করোনা পরীক্ষা করার ফলে একদিকে যেমন পরিসংখ্যান গত সমস্যা দেখা দিচ্ছে তেমনই বহু ক্ষেত্রে পরীক্ষায় ত্রুটি থেকে যাচ্ছে৷ স্বাভাবিকভাবেই সকলকে বলা হচ্ছে বাড়িতে টেস্ট কিটে পরীক্ষা না করিয়ে হাসপাতালে বা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করান৷’’
সূত্রের খবর, পুরসভার করোনা পরীক্ষার রিপোর্ট বা হাসপাতালগুলোর রিপোর্ট না থাকলে হাসপাতালে ভর্তি না নেওয়ার কথাও জানানো হয়েছে হাসপাতালগুলিতে৷ উদ্দেশ্য, একটাই সংক্রমণের প্রকৃত তথ্য জানা৷ অতীনের কথায়, ‘‘প্রকৃত তথ্য জানাটা জরুরি৷ তা না হলে তো সমস্যা হবেই৷’’ জানা গিয়েছে, রাজ্যের করোনা বুলেটিনে গড়মিলের অভিযোগ সামনে এসেছে৷ তারই জেরে পুরসভার এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, সংক্রমণ এড়াতে বাড়িতে বসেই টেস্ট কিটে করোনা পরীক্ষা করার অনুমতি দিয়েছিল আইসিএমআর। ফলে অনেকেই আইসিএমআর অনুমোদিতে কিটেই সেরে নিচ্ছেন করোনার পরীক্ষা৷ ফলে পুর নিগমে প্রকৃত সংক্রামিতের সংখ্যা আসছে না পুরসভার হাতে৷ তাই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন: Vaccine: টিকা নিলে ট্যাক্সে ছাড়, অনীহা কাটাতে অভিনব উদ্যোগ
আরও পড়ুন: শুভেন্দুর বাড়ির এলাকায় রাত ৮টার পর মাইক বাজানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের