কলকাতা: ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে এবার তৎপর বিভিন্ন পুরসভাগুলি। রাজ্যে ডেঙ্গুর প্রকোপকে নিয়ন্ত্রণে আনতে সবকটি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad hakim)। জানা গিয়েছে, আগামী ৮ই অগস্ট ডাকলেন বৈঠক।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গুর আতঙ্কের মধ্যে সব থেকে খারাপ অবস্থা মালদহ ও মুর্শিদাবাদে। পাশাপাশি কলকাতা এবং রাজ্যের প্রতিটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি বছরে দেরিতে বর্ষা আসার কারণে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের। যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায় সেই কারণে এবার পুরসভার চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, “মশার আঁতুরঘরগুলি তৈরি করার জায়গা আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। ডিম এখন অন্য জায়গায় পাড়ে। সে কারণেই এই আঁতুঘর গুলি ধ্বংস করা অত্যন্ত প্রয়োজন। কীভাবে ডেঙ্গি মোকাবিলায় কাজ করতে হবে এবং কোথায় মূলত গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।”