কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড৷ এবার গার্ডেনরিচের (Gardenreach) বৈদ্যুতিন সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন লাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন (Engine)৷ তৎপরতার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ৷
কী থেকে আগুন লাগল তা স্পষ্ট নয়৷ এখনও গুদামের বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে৷ ভিতরে এতটাই ধোঁয়া এবং উত্তাপ যে দমকলকর্মীরা এখনও ঢুকতে পারেননি৷ ফলে কেউ ভিতরে আটকে রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি৷
জানা গিয়েছে, এদিন বেলা ১২টার পর গার্ডেনরিচের এফসিআইয়ের একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা৷ তাঁরাই খবর দেন দমকলকে৷ ঘটনাস্থলে পৌঁছয় মোট ৬টি ইঞ্জিন৷ দমকলকর্মীরা গিয়ে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে৷ ভেতরে বৈদ্যুতিন সামগ্রী থাকায় আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে৷
অচিরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে৷ গুদামের কাছাকাছির বাসিন্দাদের নিরাপদ দুরত্বে নিয়ে যাওয়া হয়৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ দমকল আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ফলে অগ্নিকাণ্ডের উৎস বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড৷