আজ ফের হাইকোর্টে হাজির শিক্ষাসচিব মণীশ জৈন

0
55
Abhijit Ganguly

খাস ডেস্ক: কিছুতেই কাটছে না দুর্নীতি মামলায় জট। আজ ফের হাইকোর্টে হাজির শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain )। বেনামি আবেদন মামলায় আজ ফের তাঁকে ডাকা হয়। এর আগে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতির নির্দেশে কলকাতা হাইকোর্টে পৌঁছান রাজ্যের স্কুল শিক্ষাদফতরের মুখ্য সচিব মনীশ জৈন (Manish Jain)। যদিও এই ইস্যুতে চলতি সপ্তাহের বুধবার রাতে সিঙ্গল বেঞ্চের হাজিরা নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা করেছিল রাজ্য সরকার।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বাংলা, গুলি করে খুন তৃণমূল নেতার 

- Advertisement -

অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চেয়েছিলেন বিচারপতি। আর তারই উত্তরে এদিন হাইকোর্টে শিক্ষা দফতরের মুখ্য সচিব মনীশ জৈন (Manish Jain) এক বিস্ফোরক মন্তব্য করেন। শুক্রবার তিনি আদালতকে বলেন, “অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হত। আর এই শূন্যপদ তৈরি করা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই।”

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

প্রসঙ্গত, SSC-তে অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিবকে মণীশ জৈন (Manish Jain) কে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মূলত, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন, কার নির্দেশে অযোগ্য শিক্ষকদের হয়ে আদালতে দরবার করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর এই সবকিছুর জবাব দিতেই এর আগে বৃহস্পতিবার সকালেই রাজ্যের স্কুল শিক্ষা দফতরের মুখ্য সচিব মণীশ জৈন (Manish Jain) হাইকোর্টে এসে পৌঁছান তিনি।

আরও পড়ুন-১৭ লক্ষ টাকার জন্য অভিযোগকারীর কাছ থেকে টিকিট নিয়েছিলেন অনুব্রত, দাবি দোকান মালিকের

চলতি সপ্তাহের বুধবারই শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain)কে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তারপরেই বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার রাতে প্রধান বিচারপতির সচিবালয় মারফত ইমেল করে আবেদন করে রাজ্য। এরপরেই ডিভিশন বেঞ্চে আর্জি জানায় রাজ্য। এর মধ্যেই বৃহস্পতিবার আদালতে পৌঁছে যান শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain)। কিন্তু গতকাল জট না কাটায় আজ ফের তাঁকে ডাকা হয় আদালতে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor