
কলকাতা: সারদা কাণ্ডে দীর্ঘ সময় জেলে থাকা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে ফের জেরা করতে তলব করল ইডি৷ সারদা কাণ্ডের তদন্তেই তাঁকে তলব করা হয়েছে৷ এই ঘটনায় তৃণমূল প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে৷ জানিয়েছে, কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে সরব বলেই আবারও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির ভয় দেখাচ্ছে৷
সারদা কাণ্ডে জামিন পাওয়ার পর ফের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হওয়ার পর প্রতিদিন বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সুর চড়াতে দেখা যায় কুণাল ঘোষ৷ এদিন ইডি-র নোটিস পেয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘ভয় দেখাতেই তাঁকে তলব করা হয়েছে৷’’ তবে তাঁর সংযোজন, ইডির অফিসে তিনি যাবেন৷ ঘরে বসে থাকবেন না৷ তদন্তে সবরকমের সহযোগিতা করবেন৷
এর পাশাপাশি কুণাল ঘোষ জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়েও তদন্তে নামা৷ জেলে বসে সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন৷ সেই চিঠিতে একাধিক নেতার নাম উল্লেখ ছিল৷ সারদা কর্তার দাবি, ওই নেতারা তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন৷ চিঠিতে তার উল্লেখ ছিল৷ এমনকী কোন নেতাকে কত টাকা দিয়েছিলেন সেটাও পরিষ্কার জানিয়েছিলেন৷
সেই কথা মনে করিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘আমার বেলায় ইডি তলব করবে আর সুদীপ্ত সেনের চিঠির বিষয়ে চোখে ঠুলি পড়ে বসে থাকবে এটা আমি আর হতে দেব না৷ আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি৷ এবারেও সবরকমের সহযোগিতা করব৷’’