
কলকাতা: সারদা কাণ্ডে শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে তলব করল ইডি(Enforcement Directorate)৷ আগামী ১৫ মার্চ সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে৷
পাশাপাশি সারদা মামলায় বাঁকুড়ার তালডাঙার তৃণমূলের বিধায়ক সমীর চক্রবর্তী ওরফে বুয়া চক্রবর্তীকেও ১২ তারিখ সল্টলেকে ইডি দফতরে তলব করা হয়েছে৷ তবে এই বিষয় এখনও কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
উল্লেখ্য, কয়েক বছর আগে শুভাপ্রসন্নকে টানা প্রায় ৫ ঘণ্টা জেরা করেছিল ইডি৷ সেই সময় তাকে সারদা গোষ্ঠীর কাছে চ্যানেল বিক্রির ব্যাপারে নানা প্রশ্ন করা হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর৷ জেরা শেষে বাইরে এসে শুভাপ্রসন্ন বলেছিলেন, আমি চ্যানেল বিক্রি বাবদ ৫০ লক্ষ টাকা পেয়েছি৷ বাকি টাকার ব্যাপারে শেয়ারহোল্ডাররা জানেন৷ সুদীপ্ত সেনকে চিনতাম না৷
যদিও ইডি সূত্রে জানা গিয়েছিল, শুভাপ্রসন্ন ‘এখন সময়’ নামে একটি সংবাদ চ্যানেল খুলতে উদ্যোগী হয়েছিলেন৷ এমনকি অনুমতির জন্য তিনি কয়েক লক্ষ টাকা খরচ করেছিলেন৷ অথচ শেষ পর্যন্ত সেই চ্যানেল নিয়ে সমস্যা দেখা দেয়৷ তার ফলে চ্যানেলটি বিক্রি করে দিতে বাধ্য হন শুভাপ্রসন্ন৷
ইডির পাশাপাশি সিবিআইয়েরও মুখোমুখি হতে হয়েছিল শুভাপ্রসন্নকে৷ সেদিন সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘এখন সময়’ চ্যানেল হস্তান্তরের সময় সাড়ে ছয় কোটি টাকাই পেয়েছিলেন তিনি। যা চ্যানেলের অন্যান্য অংশীদারদের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়। অর্থাৎ মোট ১৩ জন অংশীদারের প্রত্যেকে পেয়েছিলেন পঞ্চাশ লক্ষ টাকা করে। যদিও, সিটের হলফনামায় উল্লিখিত ১৪ কোটি টাকায় চ্যানেল বিক্রির বিষয় তিনি কিছুই জানেন না বলে দাবি শুভাপ্রসন্নর।