কলকাতা: ফের নয়া মোড় রোজভ্যালি কাণ্ডে৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে৷ ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতা সেন্ট ডেভিয়ার্স কলেজ এবং কলকাতা নাইটরাইডার্সের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাটাচড করা হয়েছে ১৬ থেকে ২৪ কোটি টাকা৷ কলকাতা নাইটরাইডার্স এবং সেন্ট জেভিয়ার্সের সঙ্গে চুক্তি করেছিল রোজভ্যালি৷
জানা গিয়েছে, রোজভ্যালির পক্ষে একাধিক অভিযোগ জমা পড়ে৷ সেই সব অভিযোগ খতিয়ে দেখে ইডি৷ তারপরই সিন্ধান্ত নিয়ে রোজভ্যালির সুবিধাবাদীদের একটি তালিকা তৈরি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেই তালিকা অনুযায়ী ময়দানে নামে তারা৷ শুরু করে একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ৷ এরপরই প্রায় ৭০ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি৷
ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতার নিউটাউন, ভিআইপি রোড, পূর্ব মেদিনীপুর সহ মুম্বাই থেকে বাজেয়াপ্ত করেছে কয়েক কোটি টাকা৷ এখানেই তাঁরা থেমে থাকবে না৷ এরপরও তাদের তৈরি করা তালিকা অনুযায়ী আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷
সূত্রের খবর জানা গিয়েছে, ইতিমধ্যে কলকাতা নাইটরাইডার্স এবং সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে ইডি। তারপরেই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। রামনগর এবং জ্যোতিবসু নগরের মতো এমন একাধিক জায়গায় প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেনা হয়েছিল রোজভ্যালির টাকায়। সেই সম্পত্তিও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা করা হয়েছে।
ইডি এই প্রথমবার নয়৷ এর আগেও শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুর বাড়িতেও চলে তল্লাশি৷ কিন্তু সেই সময় তিনি বাড়িতে ছিলেন না৷ নারদা কাণ্ডের পর রোজভ্যালি কাণ্ডে ইডির এই তল্লাশিতে সাফল্য মিলবে বলে আশাবাদী৷