Home কলকাতা ‘আমি না থাকলে তারা ভালোই থাকবে’, বাংলা থেকে সরতেই মুখ খুললেন Dilip

‘আমি না থাকলে তারা ভালোই থাকবে’, বাংলা থেকে সরতেই মুখ খুললেন Dilip

0
Dilip Ghosh

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে বাংলার বাইরে আটটি রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই মনে করা হচ্ছে বাইরের রাজ্যগুলির ভার সামলাতে গিয়ে এ রাজ্যের সঙ্গেই দূরত্ব বাড়বে দিলীপের। বুধবার দিল্লী থেকে কলকাতা ফিরে সাংবাদিকদের মুখোমুখী হয়ে এ বিষয়ে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন: ৫৫% ছাড় দিয়েও মগের দাম ১০ হাজার, বালতি বিক্রি ২৫ হাজারে

আট রাজ্যের সাংগঠনিক দায়িত্বের কারণে বাংলার সঙ্গে দূরত্ব বাড়বে, এনিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। যে বুথগুলিতে হেরেছি সেখানকার সংগঠন আরও শক্তিশালী করার দিকে নজর দিতে হবে। গোটা দেশজুড়ে পাঁচজনকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে যাদের মধ্যে আমি একজন। জুন মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘হাওয়াই চটি’ সর্বক্ষণ সাদা ঝকঝকে থাকার রহস্য…

তৃণমূলের দাবি বাইরের রাজ্যগুলির দায়িত্ব দিয়ে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। এনিয়ে বিজেপি নেতার দাবি, ‘আমি না থাকলে তো তাঁরা ভালোই থাকবে, শান্তিতে থাকবে। দল আমাদের যে দায়িত্ব দেয় সেটাই পালন করা আমাদের ধর্ম-রীতি।’ মেখলিগঞ্জে পরেশ অধিকারীকে সংবর্ধনা দেওয়া প্রসঙ্গে বলেন, ‘ওই দলে যে যত বড় চোর তাঁকে তত বড় সম্মান, ভালো লোককে কখনও সম্মান দেওয়া হবে না। সেই জন্য সবাই চুরির কম্পিটিশনে নেমেছে। এত বড় দুর্নীতি হয়েছে কিন্তু কেউ পদত্যাগ করে না। কারণ এইসব নীতিনৈতিকতা তাঁদের মধ্যে নেই।’

এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বারবার সিবিআই তলব করছে। এ নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘তিনি একটু হাঁটাহাঁটি করুক, হাঁটলে-চললে ওজন কমবে, এতে ওনারই সুবিধা হবে।’

Exit mobile version