
কলকাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। বিশ্বভারতীর চিঠি দিয়ে তাঁকে জমি ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই প্রসঙ্গে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: মুক্তির আগেই অনলাইনে ফাঁস শাহরুখ খানের Pathaan, মিলছে এইচডি কোয়ালিটির প্রিন্ট
এদিন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে তিনি বলেন, “ওনার মতো আইকনের এইধরনের বিতর্কে জড়ানো উচিৎ নয়। ওনার নিজের থেকেই ডিক্লেয়ার করা উচিৎ। ওনার টাকার অভাব নেই। সরকার অনেক দিয়েছে। উনি নিজে অনেক কামিয়েছেন। ধনী বাড়িতে বিয়ে করেছেন। তাই এসব ছোট বিষয় নিয়ে বিতর্ক ওনার এড়িয়ে চলা উচিৎ।”
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ করা হয়, মাপঝোপের পর দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিম্যাল জায়গা দখল করে রেখেছেন তিনি। তবে অমর্ত্য সেন দাবি করেছেন, বিষয়টি মিথ্যে। আগেও এমন বলেছিল। সেইবারের মত এবারও তাঁর আইনজীবী জবাব দেবেন। যদিও এনিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।