কলকাতায় ঘন কুয়াশার দাপট, দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান পরিষেবা

0
45
Kolkata Airport

খাস ডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকল গোটা কলকাতা। ভোর থেকেই কুয়াশার দাপট অব্যাহত। আর এই ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) ব্যাহত হল বিমান পরিষেবা। যার ফলে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রী।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। রাত ২.৩০ মিনিট থেকে দৃশ্যমানতা নামতে শুরু করে। এই মুহূর্তে দৃশ্যমানতা ৫০মিটার। যার ফলে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে একাধিক বিমান ওঠা এবং নামার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচলের সমস্যা হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন-Weather update: ঘনকুয়াশার দাপট অব্যাহত, আগামী সপ্তাহেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা 

প্রসঙ্গত, জানুয়ারিতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। কলকাতা সহ গোটা বাংলায় শীত কার্যত উধাও। এদিকে, বিগত দুই দিন ধরে কলকাতা সহ একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। যদিও বড়সড় বদল আসবে বাংলার আবহাওয়াতে। তবে আগামী সোমবার থেকেই ফের সামান্য নামবে তাপমাত্রার পারদ। কিন্তু এর মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

সূত্রের খবর, ঘন কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল। সল্টলেক নিউটাউন এবং কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) দৃশ্যমানতা শনিবার রাত ২.৩০ মিনিটের পর থেকে নামতে শুরু করে। এই মুহূর্তে দৃশ্যমানতা ৫০ মিটার। এর ফলে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে একাধিক বিমান ওঠা এবং নামার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যহত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, সেই দিকেই নজর রাখছেন বিমানবন্দরের কর্তৃপক্ষ সহ যাত্রীরা।