কলকাতা: কর্মক্ষেত্রে নিয়োগের বিষয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হোক রাজ্যের ভূমিপুত্রদের। এমনই দাবি উঠল পশ্চিমবঙ্গ বিধানসভায়। রাজ্যের সরকারি এবং বেসরকারি সকল চাকরির ক্ষেত্রে রাজ্যের যুবক-যুবতীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক অমল আচার্য্য।
দেশের একাধিক রাজ্যে নিজেদের রাজ্যের ছেলেমেয়েদের চাকরির জন্য সঙ্গরক্ষণের ব্যবস্থা রয়েছে। গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং রাজস্থাএর মতো রাজ্যে ভূমিপুত্রদের সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সেই মডেল বাংলার মাটিতেও চালু করার দাবি উঠেছিল গত কয়ক বছর ধরে। একাধিক বাঙালি সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে আওয়াজ তোলা হয়েছিল। যদিও সেই আন্দোলন খুব একট জোরাল ছিল না।
এই অবস্থায় চাকরি ক্ষেত্রে রাজ্যের ভূমিপুত্রদের সংরক্ষণের দাবি নিয়ে বিধানসভায় আওয়াজ তুললেন বিধায়ক অমল আচার্য্য। এই মুহূর্তে বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাঙালির সংরক্ষণের ব্যবস্থা করার দাবি তোলেন অমলবাবু। তাঁর কথায়, “জাতি-ধর্ম নির্বিশেষে চাকরি ক্ষেত্রে বাংলার ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের জন্য বিল নিয়ে আসতে হবে।”
সেই সঙ্গে বিধায়ক অমল আচার্য্য আরও বলেছেন, “সকল চাকরির পরীক্ষায় যাতে বাংলায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেতে হয় সেই ব্যবস্থাও করতে হবে।” দেশের একাধিক রাজ্য নিজেদের ভূমিপুত্রদের জন্য নিজের রাজ্যে চাকরির ব্যবস্থা করতে সংরক্ষণের ব্যবস্থা করছে। সেই জায়গায় বাংলার যুবক-যুবতীদের জন্য তেমন ব্যবস্থা নেই। ‘সেই জায়গায় বাংলার ভূমিপুত্রদের নিশ্চয়তা কোথায়?’ প্রশ্ন তুলেছেন ইটাহারের বিধায়ক।
অমল আচার্য্য দীর্ঘ দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। সেই সময় থেকে এখনও পর্যন্ত তিনি ইটাহার কেন্দ্রের বিধায়ক।