কলকাতা : সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন শুরু হয়েছে সল্টলেকের ইজেডসিসিতে (পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে)। শুক্রবার প্রতিনিধি সম্মেলন শুরু হওয়ার পর সাংগঠনিক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেখা গেল বাংলায় দলের যুব সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেড় লক্ষ।
আরও পড়ুন : পরবর্তী লোকসভা নির্বাচনে নাও লড়তে পারেন সনিয়া, ইঙ্গিত কংগ্রেসের সিদ্ধান্তে
তিন বছর আগের সর্বভারতীয় সম্মেলনে ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা ছিল ২৭ লক্ষ ৫০ হাজার, এবারে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৯ লক্ষ। এই ২৯ লক্ষ কর্মীদের প্রত্যেকের কাছ থেকে এক টাকা নিয়ে প্রায় ২৯ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে সিপিএমের যুব সংগঠনের সম্মেলনের খরচের জন্য। সারা ভারতে তিন বছর আগের সম্মেলনের সময়ে ডিওয়াইএফআইয়ের সদস্য ছিল ৯২ লক্ষ, এবারে সর্বভারতীয় স্তরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬ লক্ষ।
আরও পড়ুন : কাশ্মীরে কবে হবে নির্বাচন, ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার
সম্প্রতি সিপিএমের রাজ্য সম্মেলনের রিপোর্টেও উঠে এসেছিল শ্রমিক ও কৃষক ফ্রন্ট থেকে দলে সদস্য কমলেও বৃদ্ধি পেয়েছে ছাত্র যুব সংগঠন থেকে। বেশ কয়েক বছর ধরে বাংলার বামপন্থী আন্দোলন ছাত্র-যুবদের উপর অনেকটাই নির্ভরশীল। তেভাগা আন্দোলনের ভিত্তি ভূমি বাংলায় বর্তমানে সিপিএমের কৃষক সংগঠন কৃষক সভার সংগঠন যথেষ্ট দুর্বল। দলের ভরসা যে ছাত্র যুবরাই তা বোঝা যাচ্ছে যুব সংগঠনের সম্মেলনের আয়োজনের একাধিক চমকে। প্রসঙ্গত যুব সংগঠনের সম্মেলনের প্রথম দিনেই বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির সভাপতি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।