কলকাতা: আরজিকর(R.G Kar Hospital) কাণ্ডে সোমবার সকালে অধ্যক্ষ পদ ছেড়েছেন সন্দীপ ঘোষ। মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের চারদিন পরে অবশেষে পদত্যাগ করলেন হাসপাতালের অধ্যক্ষ। ইস্তফার পরেই বক্তব্য রেখে ফের বিতর্কের সৃষ্টি করলেন সন্দীপ ঘোষ। বারবার নির্যাতিতার নাম উচ্চারণ করে বক্তব্য রাখলেন সন্দীপ ঘোষ। এরপরেই একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
তিনি ইস্তফার পরেই একটি সংবাদমাধ্যমে ব্যক্তিগত সাক্ষাৎকারে দাবি করেছেন, ” এই সিকিওরিটি এজেন্সিতে সমস্যা আছে। এদের সরাতে চেয়েছিলাম। ফাইলও পাঠিয়েছিলাম। কিন্তু কিছু করতে পারিনি। যখনই কিছু লিখেছি। তা গুরুত্ব দেওয়া হয়নি”। তিনি এদিন পদত্যাগের পরে জানিয়েছিলেন, ‘আমি আজ বিবেকের তাড়নায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত, আমি চাই দোষীরা শাস্তি পাক।’
শুধু তাই নয় ওই সংবাদমাধ্যমে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন। পদত্যাগী অধ্যক্ষের দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত গুন্ডাদের পিছনে রাজনৈতিক মদত আছে। যে রাজনৈতিক ব্যক্তি এই মদত দিচ্ছেন, তিনি এক্স-আরজিকর। এই জন্যই আরজিকরের অ্যালামনি প্রথমেই আমার পদত্যাগ চায়।” তবে তিনি আগেই অভিযোগ করেন যে, তাঁকে তাড়াতে আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে। সেই ঘটনায় আরজিকর অ্যালামনি এক রাজনৈতিক নেতার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।