পলাশ নস্কর, সল্টলেক: রাস্তায় ধস নেমে পুকুরে পড়ল পার্কিং করা গাড়ি। ঘটনাটি ঘটেছে সল্টলেক দত্তাবাদের জোড়া পুকুরের কাছে। ঘটনায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলেছে বাসিন্দারা৷ সেই সঙ্গে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁরা৷
স্থানীয়দের দাবি, বেঙ্গল ক্যামিকেল মোড় থেকে লাবনী আইল্যান্ড যাওয়ার রাস্তার পাশেই রয়েছে দুটি পুকুর। যে পুকুর পাড়ে স্থানীয়রা গাড়ি পার্ক করে রাখেন। বৃহস্পতিবার সকালে দেখা যায় সেই পুকুর পাড় ভেঙে গিয়েছে৷ পার্কিং করা গাড়ি পুকুরে অর্ধেক পড়ে আছে৷ তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে কোনো রকমে রক্ষা হয়েছে।
শুধু তাই নয় সূত্রের খবর আরও কয়েকটি ভ্যান ও পড়ে গিয়ে ছিল। সেগুলোও তোলা হয়েছে। স্থানীয়দের দাবি অবিলম্বে ওই রাস্তা ঠিক করতে হবে৷ পাশপাশি নিম্নমানের সামগ্রি দিয়ে রাস্তা তৈরির বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন৷