কলকাতা: কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়। ধৃত বিকাশ মিশ্রকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। সূত্রের খবর, পাচার কান্ডের সঙ্গে বেশকিছু আইপিএস অফিসারের নাম জড়িয়ে আছে। একাধিক প্রশ্নের উত্তর পেতে প্রয়োজনে তাদেরকে ঠেকে জিঞ্জাসাবাদ করতে পারে সিবিআই।
আরও পড়ুন: ডাক না পেলেও ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন Arjun Singh
জানা গিয়েছে, বিকাশ মিশ্রের আত্মীয় তৎকালীন বাঁকুড়ায় একসময় কর্মরত রাজ্য পুলিশের সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্র গরু পাচার এবং কয়লা পাচারের টাকা বিভিন্ন সরকারি আধিকারিকদের পৌঁছে দেওয়ার কাজ করতেন ।
আরও পড়ুন: বাড়ছে দুষ্কৃতীরাজ, ফের বিজেপি সাংসদের বাড়ির সামনে বোমাবাজি
এদিকে, অশোক মিশ্রের আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ইডি সূত্রে খবর, অশোক মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীর অফিসাররা। তাঁর সম্পত্তির হদিশ পেতেই এই জেরা করার পরিকল্পনা।
কিন্তু, এই ঘটনায় যদি রাজ্যের আইপিএস অফিসারদের নাম সামনে চলে আসে, তাহলে বেজায় অস্বস্তিতে পড়বে রাজ্য সরকার ৷ বিরোধীরাও নতুন করে সরকারের বিরুদ্ধে সমালোচনার নতুন হাতিয়ার পেয়ে যাবে।