কলকাতা: গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসকে বৃহস্পতিবারেই শুভেচ্ছা জানিয়েছে। বহু দেশ থেকেই আসছে নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে শুভেচ্ছবারা। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।
বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব,…
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে ইউনুসের উদ্দেশ্যে বলেছিলেন, ‘প্রফেসর মহম্মদ ইউনুসকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার তরফে শুভেচ্ছা রইল। দ্রুত সে দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণে ভারত-বাংলাদেশের একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, শেখ হাসিনা টানা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের তীব্রতার জেরে হাসিনা তাঁর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে ভারতে আশ্রিত। গত জুন মাস থেকে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ছাত্রসমাজ ও নাগরিকদের একাংশ। এদিন ৮৪ বছরের মুহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথগ্রহণের পরে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবেন। এদিন দুপুরে প্যারিস থেকে দেশে ফেরার পরেও তিনি আশ্বস্ত করেছিলেন নতুন করে যেন নৈরাজ্য না ছড়ায় সেব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।