কলকাতা: করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে৷ চিন থেকে দেশ ফেরত নাগরিক ও পর্যটকদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে৷ এদিকে এরই মধ্যে কলকাতায় এই মারণ ভাইরাসে এক চিনা তরুণীর আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷
বর্তমানে ওই তরুণীর চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷ জানা গিয়েছে, সম্প্রতি চিন থেকে কলকাতায় বেড়াতে আসেন ওই তরুণী৷ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ প্রথমে ভরতি করা হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে৷ কিন্তু শারীরিক পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়ে৷ এরপর দেরি না করে রবিবার তাঁকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷
শুধু কলকাতায় নয়, বিহারের ছাপরা জেলাতেও করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে এক তরুণীর শরীরে৷ ভরতি করা হয় পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ ওই তরুণীর নাম একতা৷ সম্প্রতি চিন থেকে বিহার ফেরে সে৷ ছাপরাতে করোনাভাইরাসের খবরে চোখ কপালে ওঠে জেলা কর্তৃপক্ষের৷
এই ভাইরাস যদি ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাই করা হচ্ছে প্রশাসনের তরফে৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ২২টি বিমানের চার হাজারের বেশি যাত্রীদের শারীরিক পরীক্ষা হয়৷ কারওর শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি৷ ভারতে কেউ আক্রান্ত নয়৷