খাসডেস্ক : আরজি কর কাণ্ডের (R G KAR) প্রতিবাদে রবিবার মিছিল বেড়িয়েছিল যাদবপুর থেকে। প্রতিবাদ, স্লোগানের মাঝে আন্দোলনকে আরও ঝাঁঝাল রূপ দেওয়াই ছিল উদ্দেশ্য। বিচার না পাওয়া পর্যন্ত যে আন্দোলন থামবে না, ঠারে ঠারে বোঝানোর চেষ্টা করেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেই মিছিল থেকেই উঠেছিল ‘কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান’ (KASHMIR MANGE AZADI)। যা নিয়ে গত ৪৮ ঘণ্টায় রাজনীতির জল গড়িয়েছে বেশ কিছুটা দুর। কেন উঠল এমন স্লোগান? কারা এই স্লোগান দেওয়ার সঙ্গে জড়িত? দিল্লিতে অমিত শাহের (amit shah) দফতরে রিপোর্ট পাঠাল এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: অনুব্রতর পর কি এবার পার্থর জামিন, সবপক্ষকে নোটিস ইস্যু শীর্ষ আদালতের
জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা ভোট। এই আবহে এমন স্লোগান ঘিরে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন অমিত শাহের দফতর। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এই স্লোগানের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ১৫-২০ জনকে চিহ্নিত করে ছবি সমেত বিস্তারিত তথ্য শাহের স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন গোয়েন্দারা। কাশ্মীরের কোনও সংগঠনের সঙ্গে এই স্লোগান দেওয়া ব্যক্তিদের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদের অবলুপ্তির পর প্রথম বার কাশ্মীরে ভোট হচ্ছে।
আরও পড়ুন : খাদানে দুর্ঘটনা, ধসে চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের
মঙ্গলবারই ছিল জম্মু-কাশ্মীরের (JAMMU and KASHMIR) তৃতীয় ও শেষ দফার ভোট। কাশ্মীরের ১৬ ও জম্মুর ২৪ টি আসনে ভোটগ্রহণ হয় এদিন। দুপুর ৩ টের মধ্যে পড়ে যায় ৫৬ শতাংশের বেশি ভোট।