
কলকাতা: সুযোগ সুবিধার নিরিখে বরাবরই রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় এগিয়ে ছিল কেন্দ্রের কর্মীরা৷ এবার সেই ব্যবধান আরও বৃদ্ধির সম্ভবনা তৈরি হল৷ প্রধানমন্ত্রী সচিবালয় (পিএমও) সূত্রের খবর, বড় কোনও অঘটন না ঘটলে মহালয়ার আগেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য বড় সুখবর ঘোষণা করতে পারে কেন্দ্র৷
ফের বৃদ্ধি করা হতে পারে মহার্ঘ ভাতা (ডিএ)৷ এর আগে মার্চে ৩ শতাংশ ডিএ (DA) ঘোষণা করেছিল কেন্দ্র৷ এপ্রিল থেকে তা কার্যকরী হয়েছিল৷ এদফায় আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে বলেই সূত্রের খবর৷ যার জেরে, রাজ্যের কর্মচারিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ-র ফারাক আরও চওড়া হবে বলেই মনে করা হচ্ছে৷ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নন, পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি হবে। তাঁরাও পাবেন ডিয়ারনেস রিলিফ (ডিআর)। যার নিট ফল, কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের ডিএ ৩৮ শতাংশ হবে।
জানা গিয়েছে, বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দু’বার ডিএ (DA) বৃদ্ধি করে থাকে কেন্দ্র৷ সেই সূত্রে মাস ছ’য়েক আগে মার্চে কেন্দ্রীয় কর্মচারিদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র৷ এবার সেপ্টেম্বরেই তা বাড়তে পারে৷ অর্থাৎ অক্টোবর থেকে কার্যকর হওয়ার সম্ভবনা থাকছে৷ যার দরুন, উপকৃত হবেন প্রায় ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারি এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী। একই সঙ্গে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘ ভাতার ব্যবধান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷
আরও পড়ুন: মমতার ‘দুর্নীতির ঘরে’ তাজমুল যেন সততার প্রতীক
downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor