কলকাতা: একদিকে আরজিকরে(R.G Kar Hospital) মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ নিয়ে বারবার অভিযোগের নিশানায় আসছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে বারবার আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি থেকে মৃতদেহ নিয়ে ব্যবসা একাধিক অভিযোগ উঠে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবার এর মাঝেই আরও বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ। ওই হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তের ভারও CBI-কে দিল কলকাতা হাই কোর্ট।
আখতার আলির করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এবার আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল। জানানো হয়েছে, শনিবার সকাল ১০টার মধ্যে নথি হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশের সিটকে। আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।
শুক্রবার হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, আরজিকরে দুর্নীতির যে সমস্ত অভিযোগ রয়েছে তার তদন্ত করবে সিবিআই। শনিবার সকাল ১০টার মধ্যে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল তথা সিট-কে। শুধু তাই নয়, তদন্ত যাতে দ্রুত হয় সেই নির্দেশিকাও দিয়েছে আদালত। আগামী ৩ সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে বলে সাফ জানিয়েছেন বিচারপতি ভরদ্বাজ।
প্রসঙ্গত, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আখতার আলি। আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এসজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।