কলকাতা: স্বাধীনতা দিবস দিনের উদযাপনের মধ্যেই আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত জোরকদমে চালাচ্ছে CBI। ইতিমধ্যেই বৃহস্পতিবারেই সোদপুরে মৃতার বাড়িতে হাজির হয়ে গিয়েছেন সিবিআই-এর তদন্তকারীরা। এর পাশাপাশি জানা যাচ্ছে, এই তদন্তের জন্য সিবিআই তলব করেছে আরও তিনজনকে। কিন্তু কাদের ডাকা হল! তা নিয়েই চলছে জোর জল্পনা।
ওই ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া-চিকিৎসকেরা হাসপাতালে ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারীরা(CBI)। পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকেরা। এবার জানা যাচ্ছে, এই ঘটনায় তলব করা হয়েছে তিনজনকে। সূত্রের খবর অনুযায়ী, অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ, এক মহিলা চিকিৎসক, চেস্ট মেডিসিনের প্রধানকে ডাকা হয়েছে।
একদিকে যখন সিবিআই তদন্ত চালাচ্ছে অন্যদিকে আরজিকরে চলছে বিক্ষোভ। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে ঘিরে চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ শুরু করেন আরজিকর হাসপাতালে। নিরাপত্তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, এ নিয়েই তাঁদের দাবি। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবি তুলেই অধ্যক্ষকে ঘিরে তুমুল বিক্ষোভ। কর্তব্যরত পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এই মর্মে অধ্যক্ষের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসক ছাত্ররা।